Homeজেলাভোক্তা অধিকার আইনে ৪০ হাজার টাকা জরিমানা আদায়

ভোক্তা অধিকার আইনে ৪০ হাজার টাকা জরিমানা আদায়

মু.ওয়াহিদুর রহমান মুরাদ ,করেসপন্ডেন্ট।।
 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে  এবং লক্ষ্মীপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক ভোক্তা অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা) নুর হোসেন এর নেতৃত্বে রায়পুর উপজেলার রাখালিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয় সোমবার সকালে। 
 
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, প্যাকেটের গায়ে মেয়াদ ও মূল্য না থাকায় সৌদিয়া বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় বিসমিল্লাহ ফার্মেসি কে একই আইনে ৫ হাজার এবং পপুলার ফার্মেসিকে ৫ হাজার সহ সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। 
এছাড়াও আসন্ন রমজানকে কেন্দ্র করে নায্য মূল্যে পণ্য বিক্রি করতে সবাইকে আইনগত সতর্ক করা হয়েছে।  
 
ভোক্তার স্বার্থে এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক (অ.দা) নুর হোসেন রুবেল। 

সর্বশেষ খবর