Homeখেলামাঠে নামছেন মেসিরা

মাঠে নামছেন মেসিরা

লিগ ওয়ানে লিলের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিদের ফ্রেঞ্চ ক্লাব পিএসজি। নিজেদের সেরা ছন্দ ফিরে পেতে মরিয়া প্যারিসিয়ানরা। পার্ক দে প্রিন্সেসে ম্যাচ শুরু হবে রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায়।

মৌসুমটা একেবারেই ভালো কাটছে না পিএসজির। টানা তিন ম্যাচ হেরেছে প্যারিসিয়ানরা। কোচ ক্রিস্টোফ গালতিয়েরের ত্রিরত্ন মেসি-নেইমার-এমবাপ্পেকে নিয়েও কূলকিনারা খুঁজে পাচ্ছে না তারা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে বায়ার্নের বিপক্ষে হেরে আরও বিপাকে মেসিরা।

নিজেদের সেরা ছন্দ ফিরে পেতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ফুটবলাররা। কোচও প্রতিপক্ষকে হারানোর কৌশল খুঁজছেন। লিগ ওয়ানে টেবিলের শীর্ষে থাকলেও সে অবস্থান স্বস্তি দিচ্ছে না কোচকে। কেন না লিগে শেষ পাঁচ ম্যাচের দুটিতে জিতেছে পিএসজি। এবারে লিলের বিপক্ষে মাঠে নামার আগে চোখেমুখে চিন্তা থাকলেও কিছুটা স্বস্তির জোগান দিচ্ছে পূর্ব ইতিহাস। গত সাত বছরে ১৪ দেখায় দশবারই জিতেছে প্যারিসিয়ানরা।

এদিকে লিলের অবস্থান টেবিলের পাঁচে। ৪১ পয়েন্ট নিয়ে বেশ ভালো ছন্দে আছে তারা। টেবিলে এগিয়ে যেতে পিএসজির বিপক্ষে যে কোনো মূল্যে জিততে চাইবে তারাও। গালতিয়েরের জন্য আছে আরও একটা সুখবর। মারকুইনোস, সানচেজ ছাড়া ইনজুরি সমস্যাও নেই স্কোয়াডে। ইনজুরি থেকে ফেরা ফুটবলাররাও সুস্থ হতে শুরু করেছেন। তাই জয়ের আশা পিএসজির।

এদিকে ইপিএলে দুর্দান্ত একটা সময় কাটাচ্ছে ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমে ফুটবলারদের ভালো পারফরম্যান্সে টেবিলের তিনে জায়গা করে নিয়েছে রেড ডেভিলরা। পরবর্তী ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নেমেও বাজিমাতের লক্ষ্য রাশফোর্ড-ক্যাসেমিরোদের। তবে গত চার বছরের সাত দেখায় লেস্টারের বিপক্ষে মাত্র দুবার জিতেছে রেড ডেভিলরা। বিগত ইতিহাস কিছুটা ভাবালেও চলতি মৌসুমে ফুটবলারদের যে ফর্ম আছে, তা নিয়ে স্বাচ্ছন্দ্যে আছেন কোচ এরিক টেন হ্যাগ। চোখ রাখছেন জয়ের দিকেই।

সর্বশেষ খবর