Homeজেলামানিকগঞ্জে চিনি-চুন দিয়ে ভেজাল গুড় তৈরি, ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জে চিনি-চুন দিয়ে ভেজাল গুড় তৈরি, ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জের শিবালয়ে চিনি ও চুন দিয়ে ভেজাল খেজুর গুড় তৈরির দায়ে মশগুল হোসেন (৪০) নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার ধানধারা এলাকায় এ অভিযান চালান জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় জব্দ করা প্রায় ৫০ কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়।

আসাদুজ্জামান রুমেল জানান, ভোর থেকে ভেজাল খেজুর গুড় তৈরি বন্ধে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতর অভিযান চালায়। এ সময় শিবালয় উপজেলার ধানধারা এলাকায় চিনি-চুন দিয়ে খেজুর গুড় তৈরির দায়ে মশগুল হোসেন নামের ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় জব্দ করা ৫০ কেজি ভেজাল খেজুর গুড় ও গুড় তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান, ওই এলাকার ব্যবসায়ীদের ভেজাল গুড় তৈরি বন্ধে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর