Wednesday, March 29, 2023

মেসিদের সংবর্ধনা স্থগিত

Date:

এ সম্পর্কিত পোস্ট

ভেদরগঞ্জে প্রধান শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম

মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের ভেদরগঞ্জে সাজনপুর ইসলামিয়া উচ্চ...

ঘুরে দাঁড়াচ্ছে টর্নেডোতে বিধ্বস্ত মিসিসিপি

শক্তিশালী টর্নেডোর ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের...

শুনানিতে অংশ নিলেন প্রিন্স হ্যারি

লন্ডনের আদালতে শুনানিতে অংশ নিলেন প্রিন্স হ্যারি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম...

ডিভোর্স নিয়ে মুখ খুললেন শিখর ধাওয়ান, দিলেন পরামর্শও

নিজের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন ভারতের ব্যাটসম্যান শিখর...

ভারতের পার্লামেন্টের বাইরে কংগ্রেসের ব্যাপক বিক্ষোভ

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাজা ও তার লোকসভার সদস্যপদ...

প্রায় তিন যুগ পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা ফুটবল দল। এ অবিস্মরণীয় এ কীর্তিতে গোটা দেশে আনন্দের বন্যা বইছে। লিওনেল মেসিরা দেশে পা রাখার পর ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়া আর্জেন্টিনা, হয় শোভাযাত্রাও। কিন্তু মাঝপথে সেই শোভাযাত্রা বন্ধ হয়ে যায় নিরাপত্তাজনিত কারণে।

মেসিরা বিশ্বকাপ ট্রফি হাতে করে ছাদখোলা বাসে উদযাপন করছিলেন। এ সময় লাখো লাখো সমর্থক তাদের ঘিরে ধরে। কেউ কেউ ফুটওভার ব্রিজ থেকেও তাদের উদযাপন দেখছিলেন। সেখান থেকে আর্জেন্টিনার টিম বাসের ওপর কয়েকজন পড়েও যান। শুরু হয় বিশৃঙ্খল অবস্থা। মেসিরাও পড়েন নিরাপত্তাজনিত সমস্যায়। ফলে শোভাযাত্রাই বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। খবর ডেইলি মেইলের।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি চিকুই তাপিয়ে এক টুইটে বলেছেন, ‘নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্ক্ষলা বাহিনী আমাদের উদযাপন বন্ধ করতে বলেছে। প্লেয়ারদের নাম নিয়ে বলছে, এটা আমাদের জন্য লজ্জার বিষয়।’

বুয়েনোস আইরেসে উদযাপনের সময় মেসিরা বড় দুর্ঘটনা থেকেও বাঁচেন। রাস্তায় গভীর রাতে জড়ো হওয়া হাজার হাজার ভক্ত–সমর্থকের অভিনন্দনের জবাব দিচ্ছিলেন মেসিরা। বাসের এক কোণে কিছুটা উঁচু জায়গায় মেসির সঙ্গে বসেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দি পল ও লিয়ান্দ্রো পারেদেসরা। হঠাৎ করে রাস্তার ঝুলন্ত তার এসে পড়ে তাদের সামনে। দ্রুতই মাথা নিচু করে দুর্ঘটনার হাত থেকে বাঁচেন তারা। তবে এক পাশে থাকা লিয়ান্দ্রো পারেদেস পুরোপুরি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। তার মাথায় তারের হালকা আঘাত লাগে। পড়ে যায় তার মাথায় থাকা টুপিটি।

কাতারে গত ১৮ ডিসেম্বর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। নির্ধারিত ও অতিরিক্ত মিলিয়ে দুদলের ১২০ মিনিটের খেলা ৩-৩ গোলে ড্র হলে, পেনাল্টি শুটআউটে নির্ধারণ হয় শিরোপার ভাগ্য। যেখানে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে ট্রফি নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here