Saturday, March 25, 2023

‘ম্যাচ জিতবে মেসি, আমরা খাব খাসি’

Date:

এ সম্পর্কিত পোস্ট

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দেখবেন যেভাবে

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্ব...

মধ্যপ্রাচ্যের সঙ্গে রোজা শুরু করল পাকিস্তানও

সাধারণত ভারতীয় উপমহাদেশে একসঙ্গেই রোজা এবং ঈদ পালিত হয়।...

যুক্তরাষ্ট্রের স্কুলে ফের বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি স্কুলে শিক্ষার্থীর গুলিতে দুই প্রশাসনিক...

দর্শকের ফোনে দেখে গোল বাতিল করা সেই রেফারির শাস্তি

মিশরের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে মোবাইল ফোনে রিপ্লে দেখে...

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কাতার জয়ের পর প্রথমবারের মতো মাঠে...

‘ম্যাচ জিতবে মেসি, আমরা খাব খাসি’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাতিয়েছেন আর্জেন্টাইন সমর্থকরা।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের টুকটাকি চত্বরে জড়ো হন। এ সময় তারা একটি মাঝারি আকারের খাসি নিয়ে আসেন। খাসির গলায় জড়িয়ে দেন আকাশি সাদা পতাকা।

পরে ছাগলটিকে ঘিরে শুরু হয় স্লোগান, নাচানাচি। কালো রঙের ১৫ কেজি ওজনের খাসি নিয়ে পুরো ক্যাম্পাসে ঘোরেন তারা। এ সময় মেসি ভক্তরা স্লোগান দিতে থাকেন, ‘ম্যাচ জিতবে মেসি, আমরা খাব খাসি’, ‘কাপ নেবে মেসি, আমরা খাব বিরিয়ানি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক ইহতেশামুল হক ইবনুর জানান, বিশ্বকাপ ফাইনাল কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। সে ধারাবাহিকতায় আইন বিভাগের পক্ষ থেকে ছাগলটি কেনা হয়েছে। রাতে এটি জবাই করে পিকনিক করা হবে।

এদিকে পুরো ক্যাম্পাসে আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস বাঁধভাঙা। তারা জার্সি গায়ে নেচে গেয়ে প্রিয় দলকে সমর্থন জানাতে প্রস্তুত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মেদ রুনু জানান, শেখ কামাল স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়েছে। ১৭টি হলে খেলার দেখার জন্য বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ধরনের বাজনার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাদের ফেসবুক পেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর শোভাযাত্রার ছবি আপলোড করে। এতে ভক্তরা খুবই উচ্ছ্বসিত হন।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here