Homeজেলাযশোরে মাদক মামলায় আক্তারের যাবজ্জীবন

যশোরে মাদক মামলায় আক্তারের যাবজ্জীবন

যশোরে মাদক মামলায় আক্তার মণ্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ ফেব্রুয়ারি) এ আদেশ দেন স্পেশাল জজ মোহাম্মদ সামছুল হক।

সাজাপ্রাপ্ত পলাতক আসামি আক্তার মণ্ডল যশোরের চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের বারিক মণ্ডলের ছেলে।

স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা জানান, ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে যশোর শহরের শংকরপুর মুরগির ফার্ম এলাকায় অভিযান চালায়  কোতোয়ালি থানা পুলিশ।

এরপর সেখান থেকে আক্তার মণ্ডলকে আটক করে। সে সময় তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, ৩০০ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানার তৎকালীন এসআই হাসানুর রহমান বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা করেন। এর মধ্যে মাদক মামলায় এসআই এইচএম মাহমুদ মামলা তদন্ত করে আক্তার মণ্ডলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন।

সোমবার ওই মাদক মামলার রায় ঘোষণার দিন পলাতক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

একই সাথে অস্ত্র মামলায় আক্তার মণ্ডলকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চারমাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

সর্বশেষ খবর