রাজবাড়ীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও দোয়া খায়েরের মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালন করা হয়েছে ।
৩ নভেম্বর জেলহত্যা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে এটি দ্বিতীয় কলংকজনক অধ্যায়।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আব্দুস সোবাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন>>
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফকির আব্দুল জব্বার, হেদায়েত আলী সোহরাব, মহম্মদ আলী চৌধুরী, যুগ্ন-সম্পাদক এ্যাডঃ শফিকুল আজম মামুন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব সহ জেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন>>
আলোচনা সভার পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন দলটির নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।