রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাফফাত নাঈম নাফিরকে ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন- আমজাদ সংলগ্ন ইনার ছাত্রাবাসের মালিক নাজমুল ও একই ছাত্রাবাসের সদস্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী লাবন ও শরিফুল।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে মেসে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তুহিন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত বুধবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় শরিফ নামের একজন শিক্ষার্থী নগরীর মতিহার থানায় বাদী হয়ে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে। সে মামলার সূত্র ধরেই মেসটিতে অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।