Sunday, April 2, 2023

রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের ড্রোন হামলা

Date:

এ সম্পর্কিত পোস্ট

হারের পেছনে বোলারদের দায় দেখছেন মুস্তাফিজদের কোচ

এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে...

ইরান সীমান্তে সন্ত্রাসী হামলায় ৪ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তান-ইরান সীমান্তে এলাকায় সন্ত্রাসী হামলায় পাকিস্তানের চার সেনা সদস্য...

রমজানে গান চালানোর অভিযোগে রেডিও স্টেশন বন্ধ করল তালেবান

রমজানে গান চালানোর দায়ে একটি রেডিও স্টেশন বন্ধ করে...

লেভানদোভস্কির জোড়া গোলে বড় জয় বার্সার

চ্যাম্পিয়ন লিগে না পারলেও লা লিগায় রীতিমতো উড়ছে বার্সেলোনা।...

ইউক্রেনকে বড় অঙ্কের ঋণ দিল আইএমএফ

ইউক্রেনকে আগামী চার বছরের জন্য এক হাজার ৫৬০ কোটি...

ইউক্রেনের একটি ড্রোন রাশিয়া জ্বালানি অবকাঠামোতে আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আরটি।

সোমবার (২ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে একটি রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে জ্বালানি অবকাঠামোতে আঘাত হানে। এতে ওই স্থাপনার পাশাপাশি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানান রাশিয়া-ইউক্রেন সীমান্তে অবস্থিত ক্লিমোভস্কি জেলায় ড্রোন হামলাটি হয়। 

ড্রোন হামলা কোনো প্রাণহানি বা আহতে ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি। তবে জ্বালানি অবকাঠামোতে আগুন লেগে যায়। বোগোমাজ জানানা, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। সম্পূর্ণরূপে নিভে যাওয়ার সাথে সাথে অবকাঠামা মেরামত শুরু হবে।

ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার ব্রায়ানস্ক, বেলগোরড এবং কুরস্কের সীমান্ত অঞ্চলে অসংখ্য ড্রোন হামলা চালিয়েছে। জ্বালানি অবকাঠামো এবং আবাসিক এলাকাগুলিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে কিছু স্থাপনা ধ্বংস ও বেশ কিছু বেসামরিক লোকের মৃত্যু হয়।

এদিকে গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন স্থাপনায় ইরানের ড্রোন ব্যবহার করে সিরিজ হামলা চালাচ্ছে রাশিয়া। এতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়।

রাশিয়ার ড্রোন হামলা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, ‘বিশ্বের কেউ রাশিয়াকে হামলা চালানোর জন্য ক্ষমা করবে না। ইউক্রেনও করবে না।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here