Friday, March 31, 2023

রোনালদোকে পেয়ে উচ্ছ্বসিত সৌদি সমর্থকরা

Date:

এ সম্পর্কিত পোস্ট

চীনের চোখ রাঙানি উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রে তাইওয়ানের প্রেসিডেন্ট

চীনের চোখ রাঙানি উপেক্ষা করেই অবশেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন...

পরকীয়ায় সমস্যা নেই আলিয়ার!

আলিয়ার মন্তব্যে তুখোড় শোরগোল! সম্প্রতি বাবা মহেশ ভাটকে নিয়ে...

মিয়ানমারে ৪০ রাজনৈতিক দল বিলুপ্তির ঘোষণায় চার দেশের উদ্বেগ

মিয়ানমারে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল...

ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা

জাকা‌রিয়া শেখ, ফুলবাড়ী ,কুড়িগ্রাম প্রতিনিধি।।   কুড়িগ্রামের ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে...

রামগতিতে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মডেল গুচ্ছগ্রাম” উদ্বোধন প্রধানমন্ত্রীর

মু.ওয়াহিদুর রহমান মুরাদ, লক্ষ্মীপুর।।   জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান...

চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেয়ায় উচ্ছ্বসিত দেশটির ভক্ত-সমর্থকরা। পর্তুগিজ এই তারকার হাত ধরে শুধু সৌদি ক্লাবটিই নয় বরং পাল্টে যাবে দেশটির ফুটবলও প্রত্যাশা তাদের। এছাড়া সৌদি গণমাধ্যম গ্যাজেট জানিয়েছে, ক্লাবটির হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন সিআরসেভেন।

ইউরোপের ক্লাবে দুই দশক দাপটের সঙ্গে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ এই তারকা ইংল্যান্ড, স্পেন, ইতালির পাঠ চুকিয়ে এবার যোগ দিয়েছেন এশিয়ান ফুটবলে। আড়াই বছরের চুক্তি করেছেন সৌদি ক্লাব আল নাসেরের সঙ্গে। সিআরসেভেনকে দলে পেয়ে উচ্ছ্বসিত মধ্যপ্রাচ্যের দলটির ভক্ত-সমর্থকরা।

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেয়ায় শহরজুড়ে চলছে উৎসব। সিআরসেভেনের নাম-নাম্বার লেখা জার্সি কেনার জন্য সৌদি আরবের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন সমর্থকরা। তারা মনে করছেন পর্তুগিজ এই তারকার হাত ধরে মধ্যপ্রাচ্যের দলটি ভবিষ্যৎতে আরও এগিয়ে যাবে।

সমর্থকরা গণমাধ্যমকে জানান, এ চুক্তিতে আল-নাসের সফলতা পাবে এবং ক্লাবের ভবিষ্যৎ ভালো হবে। আন্তর্জাতিক খ্যাতির সঙ্গে ক্লাবটি সফলভাবে সামনে এগিয়ে যাবে। 

তারা আরও মনে করেন, রোনালদো সৌদি ক্লাবে আশায় সৌদি লিগের মান আরও বাড়বে।

এদিকে আল-নাসেরে যোগ দিয়ে প্রিয় জার্সি নাম্বার সেভেনই পাচ্ছেন ক্রিস্টিয়ানো। স্থানীয় গণমাধ্যম সৌদি গেজেটকে দেয়া এক সাক্ষাৎকারে সিআরসেভেন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের দেশটিতে নিজের দুই দশকের অভিজ্ঞতা ভাগাভিাগি করতে চান তিনি।

রোনালদো বলেন, ‘আমি অন্য একটির দেশের ফুটবল লিগে খেলার জন্য মুখিয়ে আছি। সৌদি আরবে পুরুষ-নারী ফুটবলের উন্নতির জন্য আল-নাসের অনেক পরিকল্পনা নিয়েছে। বিশ্বকাপে সৌদি আরবের পারফরম্যান্স আমরা সবাই দেখেছি। তাদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। আর সেটাই আমাকে বেশি আকৃষ্ট করেছে।’

চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত আল-নাসেরের হয়ে খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো। সম্ভবত পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই নতুন ক্লাবের হয়ে যাত্রা শুরু করবেন পর্তুগিজ এই তারকা।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here