Homeখেলারোনালদো নয়, রামোসের কাছে মেসিই সেরা

রোনালদো নয়, রামোসের কাছে মেসিই সেরা

ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক সতীর্থ ও বন্ধু সার্জিও রামোসের মুখে প্রশংসা ঝরেছে লিওনেল মেসিকে নিয়ে। তার চোখে আর্জেন্টাইন তারকা বর্তমান বিশ্বের সেরা ফুটবলার।

ফুটবল বিশ্বে রোনালদো ও মেসিকে নিয়ে গত ‍দুই দশক ধরে চলছে বিতর্ক। কেউ বিশ্ব সেরার দৌড়ে মেসিকে এগিয়ে রাখছেন তো কেউ রোনালদোকে। তবে কাতার বিশ্বকাপ জয়ের পর অনেকে মনে করছেন, সে বিতর্কের অবসান ঘটিয়েছেন আর্জেন্টাইন তারকা।

এবার সেটা প্রকাশ্যে স্বীকার করলেন রোনালদোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ রামোস। প্রায় এক দশক রোনালদোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলা রামোস, দেড় দশকের বেশি সময় খেলেছেন মেসির বিরুদ্ধে। এ সময় তারা হয়ে উঠেছিলেন পরস্পরের চিরশত্রু।

তবে লা লিগা ছাড়ার পর এখন তাদের সম্পর্কের উন্নতি হয়েছে। কাঁধে কাঁধ মিলিয়ে খেলছেন ফরাসি ক্লাব পিএসজিতে। সম্প্রতি পিএসজি টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মেসিকে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় উল্লেখ করে স্প্যানিশ এ তারকা জানান, লা লিগায় থাকতে মেসির আক্রমণ সামলাতে বেশ সমস্যায় পড়তেন তিনি।

রামোস বলেন, ‘মেসির বিরুদ্ধে অনেকগুলো বছর খেলেছি। বেশ সমস্যায় ফেলত সে। এখন ওর পাশে খেলছি। বেশ উপভোগ করছি। সন্দেহ নেই, বিশ্বে যত ফুটবলার তৈরি হয়েছে, সবার মধ্যে মেসিই সেরা।’

মেসিকে শুধু সেরা ফুটবলারই দাবি করেননি রামোস, জানিয়েছেন তার সঙ্গে তুলনা চলে না আর কোনো ফুটবলারের। তিনি বলেন, ‘মেসির সঙ্গে কারও তুলনা চলে না। সে সবার চেয়ে আলাদা।’

২০২১ সাল থেকে পিএসজির হয়ে লড়ছেন মেসি ও রামোস। এ সময় দুজনের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে জানিয়ে রামোস বলেন, ‘মেসির সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আমরা একজন অন্যজনকে যথেষ্ট শ্রদ্ধা করি।’

সর্বশেষ খবর