স্বামী পরিত্যাক্ত এক নারীকে ঘটকসহ ২ জন মিলে রাতভর ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মো: ছগির ও মো: সুমন কে আটক করে। পরে তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
মামলার বিবরণী সূত্রে জানা যায়, গত শনিবার (২১ নভেম্বর) রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘটক পরিচয় দিয়ে ছগির ওই নারীকে বাড়ি থেকে কৌশলে পাটওয়ারী হাট এলাকায় নিয়ে যায়।
পরে পাত্র পরিচয়দানকারী সুমনসহ ছগির রাতভর ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করার পর পুলিশ সোমবার রাতে ২ আসামীকে গ্রেফতার করে।