লক্ষ্মীপুরে মাদক সেবন অবস্থায় আটক দেলোয়ার হোসেন রুবেল (২৫) কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মো: বনি আমি এই রায় প্রদান করেন।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত লক্ষ্মীপুর শহরের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অভিযান চালায়।
অভিযানে গভীর রাতে শহরের ২নং ওয়ার্ড শাহাপুর এলাকায় ইয়াবা সেবন অবস্থায় দেলোয়ার হোসেন রুবেল কে আটক করে।
আরও পড়ুন
পরে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত রুবেল কে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজিজুর রহমান মিয়া বলেন দন্ডপ্রাপ্ত রুবেল কে বৃহস্পতিবার সকালে কারাগারে প্রেরণ করা হয়েছে।