Homeআন্তর্জাতিকলেবানন উপকূলে দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিয়ে নৌকাডুবি

লেবানন উপকূলে দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিয়ে নৌকাডুবি

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে লেবানন উপকূলে অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর অন্তত ২৩২ অভিবাসীকে উদ্ধার করেছে লেবাননের নৌবাহিনী। শনিবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানায়, ডুবে যাওয়া নৌকাটি লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিন ভূখণ্ড থেকে ২ শতাধিক অভিবাসীকে সাগর পথে ইউরোপ নিয়ে যাচ্ছিল। নৌকাটি অবৈধভাবে লেবাননের আঞ্চলিক জলসীমা অতিক্রম করার চেষ্টা করছিল বলে জানানো হয়।

লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর কয়েকটি জাহাজের সাহায্যে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ডুবে যাওয়াদের উদ্ধার করা হয়। তারা কোন দেশের নাগরিক তা নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে গত ২১ সেপ্টেম্বর লেবানন ছাড়ার মাত্র একদিন পরে সিরিয়ার টার্টাস উপকূলে একটি নৌকা ডুবে যায়। এতে শিশুসহ অন্তত ৯৪ জন মারা যায়।

সর্বশেষ খবর