Homeআন্তর্জাতিকশতাধিক নাবিক নিয়ে থাইল্যান্ডের নৌ জাহাজডুবি

শতাধিক নাবিক নিয়ে থাইল্যান্ডের নৌ জাহাজডুবি

থাইল্যান্ডের উপসাগরে শতাধিক নাবিক নিয়ে দেশটির নৌবাহিনীর একটি জাহাজ ডুবে গেছে। সোমবার (১৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত ঘটনাস্থল থেকে ৭৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৩১ জন নাবিক নিখোঁজ রয়েছেন। খবর এপির।

প্রতিবেদনে বলা হয়, রোববার (১৮ ডিসেম্বর) রাতে ঝোড়ো বাতাসে ‘এইচটিএমএস সুখোথাই’ নামের জাহাজটির বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। একপর্যায়ে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে থাই রয়েল নেভি তিনটি ফ্রিগেট ও দুটি হেলিকপ্টার পাঠিয়েছে। মেশিনের সাহায্যে জাহাজটিকে তোলার চেষ্টা করলেও প্রবল ঝড়ো বাতাসের কারণে সম্ভব হয়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ডুবে যাওয়ার প্রাথমিক কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, ঝড়ের কারণে জাহাজে পানি ঢুকে যায়। পুরো জাহজ দ্রুত প্লাবিত হওয়ায় পাওয়ার রুমে শর্ট সার্কিট সৃষ্টি হয়।

জাহাজডুবির পর কিছু ছবি থাই নৌবাহিনীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট  করা হয়। নিখোঁজ নাবিকদের সন্ধান পাওয়া গেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

থাই নৌবাহিনী জানিয়েছে, নিখোঁজরা এখনও পানিতেই আছেন। তাদের খোঁজ পেতে রাতভর তল্লাশি অব্যাহত ছিল।

সূত্র: সময় টিভি

সর্বশেষ খবর