শরীয়তপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী আমিনুল ইসলাম সরদারের নেতৃত্বে সন্ত্রাসীরা শহরের পাকার মাথায় একটি মুদি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও দোকানের নগদ টাকাসহ মালামাল লুটপাট করে নিয়ে গেছে বলে অভিযোগ ওঠেছে। এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগি দোকানদার মোঃ সিরাজ সরদার বাদী হয়ে আমিনুল ইসলাম সরদারসহ ৮জনকে আসামী করে পালং মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, ১৬ জানুয়ারি শরীয়তপুর পৌরসভায় ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন আমিনুল ইসলাম সরদার। নির্বাচনের পরের দিন আমিনুল ইসলাম সরদার তার বাড়ির পাশের দোকানদার সিরাজ সরদারের ছেলে আব্দুর রহিম শুভের সাথে নির্বাচনে ভোট দেয়া-না দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় পরাজিত কাউন্সিলর প্রার্থী আমিনুল ইসলাম সরদার, তার ভাই আনোয়ার হোসেন সরদার ও সহযোগি সৈয়েব মুন্সী, সাহেদ তালুকদার, জীবন সরদার, রাসেল সরদার, সজীব মহলদার, রাসেলসহ অজ্ঞাত লোকজন নিয়ে দোকানে হামলা চালায়।
আরও পড়ুন>>
এসময় মুদি দোকানে থাকা আব্দুর রহিম শুভকে বেধম মারপিট করে এবং দোকান ভাংচুর করে নগদ টাকা ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ বিষয়ে থানায় মামলা না করার জন্য প্রাণ নাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদি মোঃ সিরাজ সরদার। এ বিষয়ে আমিনুল ইসলাম সরদারের সাথে একাধিকবার যোগযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।