Tuesday, March 21, 2023

সন্ত্রাসবাদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে শাহবাজ সরকার

Date:

এ সম্পর্কিত পোস্ট

আটোয়ারীতে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির মামলা

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়।।   পঞ্চগড়ে মাও.আব্দুল মতিন সরকার (৫৭) নামে এক অধ্যক্ষের...

রিয়ালের মুখের হাসি কেড়ে নিল বার্সেলোনা

উত্তেজনায় ভরপুর এল ক্লাসিকোয় এবার জয় পেল বার্সেলোনা। শেষ...

রিয়ালের শিরোপার সম্ভাবনা শেষ, স্বীকার করলেন কর্তোয়া

লা লিগায় এবারের শিরোপার নিষ্পত্তির জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল...

হ্যাটট্রিক জয়ে রিয়ালের বিপক্ষে বার্সার ‘সেঞ্চুরি’

এল ক্লাসিকো নিয়ে উন্মাদনাটা হয়তো আগের পর্যায়ে নেই। লিওনেল...

রেলস্টেশনের টিভিতে হঠাৎ পর্নো ভিডিও চালু

ভিড়ে ঠাসা রেলওয়ে স্টেশনের টিভি স্ক্রিনে আচমকা চলতে শুরু...

শাহবাজ শরিফের সরকার সন্ত্রাসবাদকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়া পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধেও শাহবাজ সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৪ জানুয়ারি) এক ভাষণে এসব অভিযোগ তোলেন ইমরান খান। তবে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ডাকে আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) সর্বদলীয় বৈঠকে যোগ দেয়ার আভাস দিয়েছেন ইমরান। 

মসজিদে হামলায় শতাধিক নিহতের ঘটনায় এখনও থমথমে পাকিস্তানের পেশোয়ার। উত্তপ্ত দেশটির রাজনীতির মাঠ। পাকিস্তানের রাজনৈতিক নেতাদের মুখে এখন ঘুরেফিরে সন্ত্রাসী হামলার ঘটনা। বিশেষ করে শাহবাজ শরিফ সরকারের ব্যর্থতার কথা তুলে ধরছে বিরোধী দলগুলো। 

শনিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের সময় পাকিস্তানে সন্ত্রাসবাদ বেড়ে গেছে। সাম্প্রতিক সন্ত্রাসবাদকে রাজনৈতিক সুবিধার স্বার্থে ব্যবহার করছে বর্তমান সরকার। নিজের শাসনামলে সবচেয়ে কম সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন ইমরান।  

এর আগে, পেশোয়ারে হামলার জেরে গত শুক্রবার (৩ জানুয়ারি) সর্বদলীয় বৈঠকের ডাক দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৈঠকে অংশ নিতে ইমরান খানকে আমন্ত্রণ জানান তিনি। আগামী মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে যোগ দেয়ার আভাস দিয়েছেন ইমরান। 

এদিকে নির্বাচনের দাবিতে রাস্তায় নামতে পারলেও, তা করবেন না জানিয়ে ইমরান বলেছেন, রাস্তাঘাট অবরোধ করা হলে পাকিস্তানের অর্থনীতির জন্য তা ক্ষতিকর হবে। এজন্য তার দল পিটিআইয়ের কর্মীদের কারাগারে যাওয়ার প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, ‘পাকিস্তানের কারাগারের এত ধারণ ক্ষমতা নেই যে পিটিআইয়ের সব নেতা-কর্মীদের আটকে রাখতে পারবে বর্তমান সরকার।’ 

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here