- Advertisement -
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন তানজানিয়ার বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক আব্দুল রাজাক গুরনাহ।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেল বিজয়ী ১১৮তম লেখক হিসেবে তার নাম ঘোষণা করে।
১৯৯৪ সালে প্রকাশিত আব্দুল রাজাক গুরনাহর চতুর্থ উপন্যাস ’প্যারাডাইস’-এর জন্য তাকে এ বছর নোবেল পুরস্কারে ভূষিত করার কথা জানায় সুইডশ একাডেমি। ’প্যারাডাইস’ উপন্যাসে তিনি পূর্ব আফ্রিকার সমাজে ভালোবাসা এবং দুঃখের চিত্র তুলে ধরেন।
১৯৪৮ সালে আফ্রিকার দেশ তানজানিয়ায় জন্ম নেয়া আবদুল রাজ্জাক গুরনাহ ১৯৬০ সালে শরণার্থী হিসেবে ব্রিটেনে চলে আসেন। বর্তমানে তিনি কেন্ট ইউনিভার্সিটির ইংরেজী সাহিত্য এবং পোস্ট কলোনিয়াল স্টাডিজের অধ্যাপক হিসেবে কর্মরত।