Tuesday, March 28, 2023

সিরাজগঞ্জে সৌরবিদ্যুৎ প্যানেলের নিচে সবজি চাষ

Date:

এ সম্পর্কিত পোস্ট

শ্রমিক বিক্ষোভে অচল জার্মানি

জার্মানিজুড়ে একযোগে বিমান, ট্রেন, বাস ও বন্দরকর্মীদের ডাকা ধর্মঘটের...

সাবেক তিন পূর্বসূরিদের ছাড়িয়ে গেলেন রোনালদো

বয়স ৩৮ পার হলেও এখনও গোলের নেশা কমেনি ক্রিস্টিয়ানো...

জার্মানিতে মজুরি বাড়াতে আন্দোলনে সরকারি কর্মকর্তারা

নানা কারণে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। রোববার (২৬...

আবারও দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যেই আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল...

পশ্চিমাদের ভয় দেখাল রাশিয়া, বেলারুশে পারমাণবিক অস্ত্র

বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করলে নিয়ন্ত্রণ থাকবে রাশিয়ার...

সিরাজগঞ্জে রাষ্ট্রীয় সৌরবিদ্যুৎ প্যানেলের নিচে পরীক্ষামূলকভাবে সবজির চাষাবাদ করেছে কর্তৃপক্ষ। সৌরবিদ্যুৎ কেন্দ্রের নিচে মিষ্টি কুমড়া, টমেটোসহ নানা প্রজাতির চারাগাছ এখন সবজিতে ভরপুর। এতে দেশের কৃষি ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা বলে মনে করছেন বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা।

সিরাজগঞ্জে যমুনা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ৭ দশমিক ৬ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্রের ২২ একর জায়গায় ২০২২ সালের জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে সবজি আবাদ শুরু করে কর্তৃপক্ষ। লাগানো হয় মিষ্টি কুমড়া ও লাউসহ বিভিন্ন সবজির চারা। এরইমধ্যে চারাগুলো বড় হয়েছে, ফলনও বেশ ভালো। একেকটি মিষ্টি কুমড়ার ওজন হয়েছে ৫ কেজি পর্যন্ত। সোলার প্যানেলের নিচের জমি কাজে লাগাতেই এই চাষাবাদ বলছেন সংশ্লিষ্টরা।

সৌরবিদ্যুৎ প্যানেলের নিচে চাষ করা মিষ্টি কুমড়া হাতে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির কর্মকর্তারা।

নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, এই পদ্ধতি দেশের অন্য সৌরবিদ্যুৎ কেন্দ্রে ছড়িয়ে দিলে দেশের কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই লক্ষ্য নিয়ে এর নিচে আরও কী কী সবজি চাষ করা সম্ভব সেটি নিয়ে আমরা কাজ করছি।

যমুনা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ৭ দশমিক ৬ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র।

সিরাজগঞ্জে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ৭ দশমিক ৬ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্রে ২২ হাজার ৬৫০টি সোলার প্যানেল রয়েছে।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here