Homeবিনোদনহিন্দি সিনেমায় নতুন ইতিহাস গড়ল শাহরুখের ‘জওয়ান’

হিন্দি সিনেমায় নতুন ইতিহাস গড়ল শাহরুখের ‘জওয়ান’

বলিউড বাদশার ‘জওয়ান’ একের পর এক রেকর্ড গড়েছে, এমন খবর মিডিয়ায় নতুন নয়। তবে সব রেকর্ডের খবর যেন ভেঙে দিল এবারের নতুন রেকর্ডটি।

প্রেক্ষাগৃহে এখনও ভক্তদের মাতিয়ে রেখেছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘জওয়ান’। আর তাই হিন্দি সিনেমায় নতুন ইতিহাসের সাক্ষী হলো শাহরুখ অভিনীত এ সিনেমাটি।

সম্প্রতি সিনেমাটি দর্শকের ভালোবাসায় বিশ্বব্যাপী ১১০০ কোটি রুপি ব্যবসা করেছে। আর তাই সর্বাধিক উপার্জিত হিন্দি সিনেমা হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছে কিং খান অভিনীত ‘জওয়ান’।

সিনেমা বোদ্ধারা বলছেন, বলিউডের ইতিহাসে এমন অভাবনীয় সাফল্যের মুখ দেখেনি কোনো সিনেমা। সিনেমাটির এমন সাফল্য প্রসঙ্গে বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল লেখেন, ‘প্রেক্ষাগৃহে জওয়ান দেখতে ৩.৯২ কোটি লোকের পা পড়েছে, যা হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ। অবাক করার বিষয় হলো: ওটিটি-তে মুক্তি পাওয়ার পরও দর্শক সমাগমে জওয়ান চলছে সিনেমা হলে।

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, জওয়ানের আয়ের অঙ্ক ভারতে মোট ৬৪৩.৮৯ কোটি রুপি। আর বিশ্বব্যাপী আয় ১১৫১.৭৩ কোটি রুপি। এ আয় এত বেশি যে আর কোনো সিনেমা এ রেকর্ড গড়তে পারবে কি না, তা-ই এখন ভাবছেন সিনেমা সংশ্লিষ্টরা।

শাহরুখ খানের এমন আকাশচুম্বী সাফল্যের মাঝেই আবারও প্রেক্ষাগৃহে আসছে শাহরুখ অভিনীত নতুন সিনেমা। নাম ‘ডাঙ্কি’। ভক্তরা অধীর অপেক্ষায় আছেন প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার জন্য।

মুক্তি প্রতীক্ষিত ‘ডাঙ্কি’ সিনেমায় শাহরুখ খান প্রথমবারের মতো কাজ করছেন পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে। এ সিনেমায় শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এ ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল। এ ছাড়া সালমানের টাইগার থ্রি-তেও কেমিও হিসেবে উপস্থিত হওয়ার কথা রয়েছে শাহরুখের। যদিও এ বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ খবর