চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।।
হোম কোয়ারেন্টাইনে থাকা সবাই সুস্থ আছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক।
আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে কোন নমুনা পরিক্ষা করার প্রয়োজন হয়নি।
এ পর্যন্ত যারা হোম কোয়ারেন্টাইনে ছিল, ১৪ দিন পর তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন।
আজ (১ এপ্রিল ২০২০) বুধবার দুপুর ১২ টায় এক প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক এ.জেড.এম নুরুল হক জানান, জেলার ১৩ হাজার ৫০০ কর্মহীন পরিবারের মাঝে ১৩৫ মেট্রিকটন চাউল এবং ৫ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক জানায়, গত ২৪ ঘন্টায় নতুন কাউকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়নি।
আগের দিনের ৯০৯ জন হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মধ্যে ৫৭১ জন মুক্তিলাভ করেছে।
এখন হোম কোয়ারেন্টাইনে আছে ৩৩৮ জন।
আরও পড়ুন- বোরোধানে পাতাব্লাস্টের আক্রমণে দিশেহারা কৃষক
জেলা প্রশাসক জানান, গত কয়েকদিনে নাচোলে এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে যে গুজব রটানো হয়েছিল।
সিভিল সার্জন ও সংশ্লিষ্ট চিকিৎসকগণ তাদের লক্ষণ পরীক্ষা করে তারা করোনা ভাইরাস আক্রান্ত নয় বলে জানিয়েছেন।
এ দুর্যোগময় মুহুর্তে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তারা সুন্দর ও সুষ্ঠভাবে বিতরণের লক্ষে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করতে আহবান জানান তিনি।
করোনা ভাইরাস নিয়ে গুজব না রটানোর আহবান জানান।