নানা বিধিনিষেধ জারি এবং করোনার টিকাদানের গতি বাড়িয়েও কমানো যাচ্ছে না করোনা সংক্রমণ। মাঝে ভাইরাসটির তাণ্ডব কিছুটা কমলেও ওমিক্রন আসার পর ফের চোখ রাঙাচ্ছে বিশ্বজুড়ে।
এরই মধ্যে ইউরোপ আবারও মহামারির কেন্দ্রস্থল হয়ে উঠেছে। বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রোগী দেখল ফ্রান্স। দেশটিতে শনাক্ত হয়েছে ২ লাখ ১৯ হাজার ১২৬ জন রোগী। এ সময় মৃত্যুবরণ করেছে ১১০ জন রোগী।
যদিও গতকাল থেকে আজকে ফ্রান্সে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গতকাল দেশটিতে ২ লাখ ৩২ হাজার ২০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। আর মৃত্যু হয়েছিল ১৮৯ জনের।
আক্রান্তের তালিকায় ফ্রান্সের এরপরই আছে যুক্তরাজ্য ও ইতালি। যুক্তরাজ্যে ১ লাখ ৬২ হাজার ৫৭২ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে ১৫৪ জনের। আর এখন পর্যন্ত দেশটিতে করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৪৫৮ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৭৭৮ জন।
অন্যদিকে ইতালিতে শনাক্ত হয়েছে ১ লাখ ৪১ হাজার ২৬২ জন রোগী। এ সময় মারা গেছেন ১১১ জন। যদিও আজকে ইতালিতে আক্রান্তের হার কমেছে। গতকাল শনিবার ১ লাখ ৪৪ হাজার ২৪৩ মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছিল। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন ১৫৫ জন।
বর্তমানে ইউরোপে ১০ কোটি ৭৪ হাজার ৭৫৩ জনের দেশে করোনা শনাক্ত হয়েছে। শুধু গত এক সপ্তাহে প্রায় ৫০ লাখেরও বেশি করোনা শনাক্ত হয়েছে। ইউরোপের ৫২টি দেশের মধ্যে ১৭টিতে গত এক সপ্তাহে করোনা শনাক্তের এই সংখ্যা আগের যে কোনো সময়ে এক সপ্তাহে আক্রান্তের রেকর্ড ছাড়িয়েছে।
যদিও এ ভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ, বাড়ানো হচ্ছে টিকাকরণের হার। এই মহাদেশটিতে জনসংখ্যার মোট ৬৫ শতাংশ মানুষ করোনার অন্তত এক ডোজ টিকা নিয়েছেন। পূর্ণডোজ টিকা নিয়েছেন মোট জনসংখ্যার ৬১ শতাংশ মানুষ। তবুও গত কয়েক দিন ইউরোপে করোনায় আক্রান্ত অনেক বেড়ে গেছে।
বিশ্বে প্রতি ১ লাখ বাসিন্দার মধ্যে সংক্রমণের অনুপাত সবচেয়ে বেশি ছিল ইউরোপে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে ডেনমার্ক। দেশটিতে প্রতি এক লাখে ২ হাজার ৪৫ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে সাইপ্রাসে এই সংখ্যা ১ হাজার ৯৬৯ এবং আয়ারল্যান্ডে ১ হাজার ৯৬৪।
এদিকে ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৩ হাজার ৮৭৫ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৮৭ হাজার ১২৫ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৮৯ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৫৬ হাজার ৯৬২ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৪১ লাখ ৪৮ হাজার ৪৭০ জন।