Homeআন্তর্জাতিকইউক্রেন যুদ্ধ বন্ধে শির সঙ্গে আলোচনা করবেন পুতিন

ইউক্রেন যুদ্ধ বন্ধে শির সঙ্গে আলোচনা করবেন পুতিন

ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কো সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে, চীন ইউক্রেন সংকট নিরসনে ১২ দফা শান্তি প্রস্তাব উত্থাপন করে। খবর বিবিসির।

তিনদিনের এক রাষ্ট্রীয় সফরে সোমবার (২০ মার্চ) শি জিনপিং মস্কো পৌঁছান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির মাত্র দুদিন পর মস্কো সফরে গেলেন চীনা প্রেসিডেন্ট।

মস্কোর নুকোভা বিমানবন্দরে শি জিনপিংকে সামরিক কায়দায় অভিবাদন জানানো হয়। সেখানে তাকে স্বাগত জানান রাশিয়ার পর্যটন, ক্রীড়া, সংস্কৃতি ও যোগাযোগবিষয়ক উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিশেঙ্কো। মস্কো সফরে শি পুতিনের সঙ্গে চীন প্রস্তাবিত ইউক্রেন যুদ্ধকেন্দ্রিক শান্তি প্রস্তাবসহ বিভিন্ন বিষয় আলোচন করবেন।

পুতিন বলেন, ‘আমরা সবসময়ই যেকোনো ধরনের আলোচনার জন্য উন্মুক্ত।’ এ সময় তিনি চীনের প্রেসিডেন্টকে ‘প্রিয় বন্ধু’ বলেও অভিহিত করেন।

এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্র সকর্ত করে বলেছে, চীনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা সংকটকে ‘স্থবির করার কৌশল’ হতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘কোনো কৌশলগত পদক্ষেপ নিয়ে রাশিয়ার বিশ্বকে বোকা বানানো উচিত নয়। বিশেষ করে চীন বা অন্য কোনো দেশের সমর্থনে কোনো কৌশলের মাধ্যমে নিজ শর্তে যুদ্ধ স্থগিত করা দেশটির উচিত হবে না।’

অপরদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, বিমানবন্দরে নেমে শি সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী দেশে আবারও আসতে পেরে আমি খুবই আনন্দিত। আমি নিশ্চিত যে, এ সফর ফলপ্রসূ হবে এবং চীন-রাশিয়া সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল অগ্রযাত্রায় নতুন গতি দেবে।’

শি আরও বলেছেন, ‘রাশিয়ার সঙ্গে মিলে চীন জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক আইনের ভিত্তিতে প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থাকে দৃঢ়তার সঙ্গে রক্ষা করতে প্রস্তুত।’

সর্বশেষ খবর