Homeবিনোদনইসরায়েলে আটকে পড়া নুসরাত ভারুচা ভারতে ফিরেছেন

ইসরায়েলে আটকে পড়া নুসরাত ভারুচা ভারতে ফিরেছেন

হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী নুসরাত ভারুচা। তবে হামাসের সাথে ইসরায়েলি সেনাবাহিনীর চলমান যুদ্ধে সেখানে আটকা পড়েন তিনি। পরে অভিনেত্রীকে ভারতীয় দূতাবাসের সহায়তায় ভারতে ফিরিয়ে আনা হয়েছে।

হিন্দুন্তান টইমসের এক প্রতিবেদন অনুযায়ী, নুসরাতের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। আর দূতাবাসের সহায়তায় তাকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। তবে সরাসরি ফ্লাইট না পাওয়ায়, একটি ট্রানজিট ফ্লাইটে কলকাতায় যান অভিনেত্রী।

এর আগে, হামাসের সাথে ইসরায়েলি সেনাবাহিনীর চলমান যুদ্ধে সেখানে আটকা পড়েন নুসরাত। রোববার সকাল পর্যন্ত তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছিলো না।

এ ছাড়া নুসরাত ভারুচার টিমের একজন জানিয়েছেন, ‘হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইসরায়েলে গিয়েছিলেন অভিনেত্রী। শেষবার যখন যোগাযোগ করা হয়েছিল তখন তিনি একটি বেসমেন্টে নিরাপদ ছিলেন। নিরাপত্তার জন্য আর বিস্তারিত প্রকাশ করা যাবে না।’

উল্লেখ্য, গতকাল সকালে দক্ষিণ ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। প্রথম দফায় ৫ হাজার রকেট ছোড়া হয় বলে দাবি করে হামাস। ইসরায়েলে ঢুকে পড়ে হামাস গোষ্ঠীর বন্দুকধারীরা। হামাসের হাতে সাধারণ ইসরায়েলিরা ‘অপহৃত’ হচ্ছেন বলে জানা গেছে। শুধু ইসরায়েলি নয়, বিদেশিরাও রয়েছে হামাসের নিশানায়।

সর্বশেষ খবর