Homeশীর্ষ সংবাদএবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পালা: দীপু মনি

এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পালা: দীপু মনি

সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

দীপু মনি বলেন, এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পালা। আর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবার আগে শিক্ষাকে স্মার্ট করতে হবে। সেই লক্ষ্যে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে শেখ হাসিনা সরকার।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ সময় তিনি সাধারণ শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, ব্যাঙের ছাতার মতো কলেজ গড়ে উঠছে। এসব কলেজে নেই ন্যূনতম মানসম্মত শিক্ষা। সাধারণ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বেকার তৈরির কারখানা তৈরি হচ্ছে। এ জন্য কর্মমুখী কারিগরি শিক্ষাবান্ধব কলেজ গড়ে তোলা উচিত।

মুক্তিযুদ্ধমন্ত্রী আরও বলেন, আজকের যুবকরা উদ্যোক্তা হতে চায় না, তারা শুধু চায় চাকরি, সরকারি চাকরি। সরকারি চাকরি করা আর লেখাপড়া না করে শুধু বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সংগ্রহ করাকে জাতির জন্য উদ্বেগের কারণ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি, মেহের আফরোজ চুমকি এমপিসহ বিশিষ্টজনরা।

সর্বশেষ খবর