Homeখেলাকাতারে খেলতে না পেরে বাথরুমে কান্না করতেন সেলসো

কাতারে খেলতে না পেরে বাথরুমে কান্না করতেন সেলসো

কাতার বিশ্বকাপে চোটের কারণে খেলতে পারেননি আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো। তাতে হতাশ হয়ে বাথরুমের দরজা বন্ধ করে কান্না করতেন বলে জানিয়েছেন তিনি। খবর টিওয়াইসি স্পোর্টস।

বুধবার (২৯ মার্চ) ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও কুরাসাও। ম্যাচটিতে ৭-০ গোলের জয় পেয়েছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। এ দিন আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করেছেন মেসি। এছাড়া দলটির হয়ে গোল করেছেন নিকোলাস গনজালেস, এনজো ফার্নান্দেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া ও গঞ্জালো মন্টিয়েল।

এই ম্যাচে ৬৭ মিনিট পর্যন্ত খেলার সুযোগ পান সেলসো। তিনি বলেন, ‘যখন আমি জানতে পারলাম আমাকে অপারেশন করতে হবে, তখন আমি ভেঙে পড়েছিলাম। প্রায় তিন-চারদিন আমি বাথরুমে দরজা বন্ধ করে কান্নাকাটি করেছি।’

চোট কাটিয়ে পুনরায় দলে ফেরার বিষয়ে তিনি বলেন, ‘এটি আমার জন্য দারুণ এক মুহূর্ত। আবার এই জার্সি পরতে পেরে ভালো লাগছে। আমার জীবনে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে এটি অন্যতম। চোটের কারণে কঠিন সময় পার করতে হয়েছে। এবার সতীর্থদের সঙ্গে ফিরতে পেরে আমি খুব খুশি।’

আর্জেন্টাইন এই মিডফিল্ডার আরও বলেন, ‘জীবন আপনার থেকে যদি কিছু কেড়ে নেয়, তার বিনিময়ে কিছু দিয়ে যায়। যেমন চোটের কারণে বিশ্বকাপে খেলতে না পারেলও আমার কন্যার জন্মের সময়ের সাক্ষী হতে পেরেছি। এটি আমার কাছে অন্যরকম সুখ নিয়ে এসেছে।’

সর্বশেষ খবর