Homeখেলাকী কী চমক থাকছে এবারের বিপিএলে?

কী কী চমক থাকছে এবারের বিপিএলে?

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসরে থাকছে আধুনিক সব প্রযুক্তির ছোঁয়া। ডিআরএস, জিং বেল, আল্ট্রা এজ, বল ট্র্যাকিং, স্ট্যাম্প ক্যামেরা, ড্রোন সবকিছুই থাকছে শুরু থেকেই। তবে হবে না কোনো জমকালো উদ্বোধনী। সার্বিক আয়োজনেও স্তুতি ঝরল ফ্রাঞ্চাইজগুলোর। তারা বলছেন, কিছু প্রতিবন্ধকতা থাকলেও গত কয়েক আসরের তুলনায় এবার আরও বেশি জমজমাট হবে বিপিএল।

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা আপাতত শেষ। দরজায় কড়া নাড়ছে ঘরোয়া টি-টোয়েন্টির সবচাইতে ধুমধারাক্কা আসর বিপিএল। তবে গেলো কয়েক মৌসুম আলোচনার চাইতে ফ্রাঞ্চাইজি এই লিগ নিয়ে সমালোচনাই হয়েছে বেশি। তাইতো এবার প্রযুক্তিসহ সার্বিক বিষয়ে বেশ সাবধানী বিপিএল কর্তৃপক্ষ।

৬ জানুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টটি বাংলাদেশ ছাড়াও সরাসরি দেখা যাবে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাসহ বিশ্বের প্রায় সব দেশে। এমনকি অ্যাপসেও হবে লাইভ স্ট্রিমিং। মাঠের খেলায় স্বচ্ছতা আনতে থাকবে অত্যাধুনিক সব ব্যবস্থা।

সবচাইতে গুরুত্বপূর্ণ ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস থাকছে টুর্নামেন্টের শুরু থেকেই। ২০ থেকে ৩৬টি ক্যামেরা মাঠে তীক্ষ্ণদৃষ্টিতে, ছোট ছোট বিষয়ও নিখুঁতভাবে তুলে আনবে আপনার সামনে। স্পাইডারক্যাম না থাকলেও আল্ট্রা মোশন, সুপার স্লো মোশন, জিং বেল, বল ট্র্যাকিং সব প্রযুক্তির হবে সর্বোচ্চ ব্যবহার। এমনকি কমেন্ট্রিবক্সেও থাকছে চমক।

নতুন বছরের প্রথম দিন থেকেই মাঠের অনুশীলন শুরু করবে দলগুলো। সার্বিক আয়োজনেও ঝড়লো স্তুতি। রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম, ‘আমরা বিশ্বাস করি, যেভাবে করে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বাড়ছে যেভাবে বিশ্ব উন্নয়ন করছে সেভাবে করে আমাদের দায়িত্ব আছে এবং বিসিবিরও দায়িত্ব আছে। আমরা সবাই মিলে যদি কাজ করতে পারি তাহলে আমি মনে করি বিপিএল ফিরে আসবে।’    

তবে শ্রীলঙ্কানসহ বিদেশে খেলোয়াড়দের এনওসি ইস্যুতে এখনও আছে কিছু জটিলতা। ফ্রাঞ্চাইজিগুলো আশাবাদী নির্ধারিত সময়ের আগেই পাওয়া যাবে অনাপত্তিপত্র। সবমিলেয়ে জমজাট এক আসরে প্রত্যাশা।

শানিয়ান তানিম বলেন, ‘বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ হওয়াতে একেক জনকে একেক সময় পাওয়া যাবে। আমাদের বেশকিছু খেলোয়াড় প্রথমে খেলে চলে যাবে। এরপর পাকিস্তান সিরিজ শেষ হলে তারা তারপর আসবে। শ্রীলঙ্কার খেলোয়াড়রা এনওসি পেলে তারাও চলে আসবে ১৫ তারিখের মধ্যে। ফলে প্রথম তিন ম্যাচের জন্য একটা সেটআপে খেলাব, এরপরে ম্যাচগুলো অন্য সেটআপে খেলাব।’  

বিপিএলের বিষয়ে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত আসবে গভার্নিং কাউন্সিলের পরবর্তী সভায়।

সর্বশেষ খবর