Homeশীর্ষ সংবাদচার দিনে ডেঙ্গু আক্রান্ত ১৭৭, যা দুশ্চিন্তার বিষয়: তাজুল ইসলাম

চার দিনে ডেঙ্গু আক্রান্ত ১৭৭, যা দুশ্চিন্তার বিষয়: তাজুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, চলতি মাসের গত চার দিনে ১৭৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে, যেটি দুশ্চিন্তার বিষয়।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে, এডিস মশাসহ ক্ষতিকর কীটপতঙ্গের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে কীটনাশকও পরিবর্তন হচ্ছে। তাই এডিস মশা নিয়ন্ত্রণে আরও কার্যকর কীটনাশক আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।

তিনি বলেন, এখন যে কেউ অনুমোদিত কীটনাশক আমদানি করতে পারবেন। তবে এমন কোনো কীটনাশক আমদানি করা যাবে না, যেটি পরিবেশের ক্ষতি করবে।

প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। তবে এ বছর শীত আসার পর ডেঙ্গুর প্রকোপ রয়েছে। 

প্রসঙ্গত: ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া সদ্য শেষ হওয়া ২০২২ এ ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এই সময়ে ডেঙ্গুতে ২৮১ জন মারা গেছেন।

সর্বশেষ খবর