Homeআন্তর্জাতিকচীনে সোনার খনিতে ধস, আটকা পড়েছেন ১৮ জন

চীনে সোনার খনিতে ধস, আটকা পড়েছেন ১৮ জন

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়ান প্রদেশে একটি সোনার খনিতে মাটি ধসে অন্তত ১৮ জন আটকা পড়েছেন। তাদের কাছাকাছি পৌঁছতে কাজ করছেন উদ্ধারকর্মীরা। খবর আল-জাজিরার।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে কাজাখস্তান সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ইনিং কাউন্টিতে ওই সোনার খনিতে কাজ করছিলেন ৪০ জন শ্রমিক। খনি থেকে ২২ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এখনও ১৮ জন আটকা পড়ে আছেন।

চীনের সিনহুয়া নিউজের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে।

চীনে সোনার খনিতে প্রায়ই ধসের ঘটনা ঘটে। গত বছরের সেপ্টেম্বরে কয়লাখনিতে ধসে ১৯ খনিশ্রমিক আটকা পড়েন। দীর্ঘদিন খোঁজ করার পর তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

সর্বশেষ খবর