Homeরাজনীতিজয়কে আ. লীগের সাধারণ সম্পাদক পদে চায় ওলামা লীগ

জয়কে আ. লীগের সাধারণ সম্পাদক পদে চায় ওলামা লীগ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেখতে চান বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের নেতারা।

শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে অংশ নিয়ে এ প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অন্যদিকে সভাপতি পদে শেখ হাসিনাকেই চান সংগঠনটির নেতারা।

সকাল ১১টার দিকে ওলামা লীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মিছিল নিয়ে জড়ো হন।

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে হলে দলের সাধারণ সম্পাদক পদে সজীব ওয়াজেদ জয়কে আনতে হবে। সভাপতি পদে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন সজীব ওয়াজেদ জয়।

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা। গাওয়া হয় জাতীয় সংগীত। পায়রা ওড়ানোর পর বেলুন উড়িয়ে শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতারা মঞ্চে আসন গ্রহণ করেন।

এর আগে সকাল ১০টা ২০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগপ্রধান।
এদিকে সম্মেলন উপলক্ষে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন নেতাকর্মীরা। কাউন্সিলর ও ডেলিগেটরা ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ও কালীমন্দির গেট দিয়ে প্রবেশ করেন।

সর্বশেষ খবর