Homeশিক্ষাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বুধবার শেষ হচ্ছে আবেদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বুধবার শেষ হচ্ছে আবেদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিতে আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে বুধবার (৩১ জানুয়ারি)। ভর্তি পরীক্ষা শুরু হবে ২২ ফেব্রুয়ারি থেকে। এছাড়া ১৭ ফেব্রুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফি ব্যাংক কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটে ফি ৯০০ টাকা। ‘ই’ ইউনিটে আবেদন ফি ৭৫০ টাকা, ‘সি-১’ ইউনিট আবেদন ফি ৬০০ টাকা। আবেদন ফির সঙ্গে ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে জানা গেছে এবার ৬টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরমধ্যে এ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি); বি-তে (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ); সি ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট); সি-১ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ); ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ); ই ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) শিক্ষার্থী ভর্তি করা হবে।

সর্বশেষ খবর