Homeআন্তর্জাতিকডিআর কঙ্গোতে ভূমিধসে নিহত ১০

ডিআর কঙ্গোতে ভূমিধসে নিহত ১০

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে প্রবল বৃষ্টির কারণে কাদামাটি ধসে অন্তত ১০ জন খনি শ্রমিক নিহত ও আহত হয়েছেন ৯ জন। স্থানীয় কর্মকর্তারা শনিবার (৩১ ডিসেম্বর) এ তথ্য জানান। খবর এএফপি’র।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সাউথ কিভু প্রদেশের ফিজিতে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে শুক্রবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত টানা বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটে।

ফিজির প্রশাসক জানান, এ ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছে। আরো ৯ জন আহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে।

আহতদের অবস্থা গুরুতর, স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে তাদের চিকিৎসা চলছে, টেলিফোনে এমনটাই বলেছেন সাউথ কিভু প্রদেশের ফিজি এলাকার প্রশাসক আইমি কাওয়ায়া মুতিপুলা।

স্থানীয় রেডক্রস কর্মকর্তা ওন্সফোর কাবিন্দিলওলা ১০ জনের প্রাণহানির কথা নিশ্চিত করেছেন। উদ্ধারকর্মীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

ভারি বৃষ্টিতে মাটি নরম হয়ে থাকায় ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলের পাহাড়ি ঢালগুলোতে প্রায়ই ভূমিধস দেখা যায়। খনন, গাছ পড়লে কিংবা নির্মাণ কাজ হলে ভূমিধসের শঙ্কা আরও বাড়ে।

মধ্য ডিসেম্বরে রাজধানী কিনশাসায় প্রবল বৃষ্টির কারণে বন্যায় ১৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

সর্বশেষ খবর