Homeআন্তর্জাতিকতীব্র শীতে কাঁপছে দিল্লি, অরেঞ্জ অ্যালার্ট জারি

তীব্র শীতে কাঁপছে দিল্লি, অরেঞ্জ অ্যালার্ট জারি

ভারতের বিভিন্ন রাজ্যে গত কয়েক দিন ধরেই কমছে তাপমাত্রা। এর মধ্যে দেশটির রাজধানী দিল্লিতে বুধবার (৪ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) তাপমাত্রা আরও কমেছে। এদিন সকালে শহরটির লোধি রোডে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২.৮ ডিগ্রি সেলসিয়াস।

দিল্লির সাফদারজং আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যের বরাতে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, চলতি মৌসুমে এটিই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা। দিল্লির ওপর দিয়ে গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে প্রতিদিনই তাপমাত্রা কমছিল।  

এর আগে গেল মঙ্গলবার (৩ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৪ জানুয়ারি) তা কমে ৪ দশমিক ৪ ডিগ্রির ঘরে নামে। বৃহস্পতিবার তাপমাত্রা আরও কমে ২.৮ ডিগ্রিতে নেমে এসেছে।  

তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি তীব্র কুয়াশাও দেখা দিয়েছে। এতে ব্যাঘাত ঘটছে যান চলাচলেও। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দিল্লির কিছু এলাকায় দৃষ্টিসীমা ৫০ মিটারের কাছাকাছি ছিল।  

এদিকে দিল্লি ও এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার (৬ জানুয়ারি) দুই দিন অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে স্থানীয় আবহাওয়া অধিদফতর।

সর্বশেষ খবর