Homeআন্তর্জাতিকদেউলিয়াত্বের দ্বারপ্রান্তে থাকা ক্রেডিট সুইস অধিগ্রহণ করছে ইউবিএস

দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে থাকা ক্রেডিট সুইস অধিগ্রহণ করছে ইউবিএস

দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে থাকা সুইস ব্যাংক ক্রেডিট সুইসকে অধিগ্রহণ করতে সম্মত হয়েছে ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ড (ইউবিএস)। এক সময়ের প্রতিদ্বন্দ্বী ১৬০ বছরের পুরনো ক্রেডিট সুইসকে প্রায় ৩২৫ কোটি ডলারের বিনিময়ে অধিগ্রহণ করতে যাচ্ছে ইউবিএস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সুইজারল্যান্ড সরকারের চাপে পড়ে ইউবিএস ক্রেডিট সুইস অধিগ্রহণ করেছে বলে জানা গেছে। এতে করে ক্রেডিট সুইসের গ্রাহকদের মধ্যে থাকা শঙ্কা অনেকটাই কেটে গেছে। পাশাপাশি এই অধিগ্রহণের ফলে এশিয়ার শেয়ার বাজারে ব্যাংকিং খাতে বেশ চাঙাভাব দেখা গেছে। 

এর আগে, সুইস সরকারের কেন্দ্রীয় আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের পরামর্শে ক্রেডিট সুইসকে ৫ হাজার ৪০০ কোটি ডলার তহবিল সরবরাহ করলেও ব্যাংকটির শেয়ারের দরপতন রোধ করা যায়নি। এ অবস্থা প্রায় এক সপ্তাহের দীর্ঘ আলোচনার পর সরকারের মধ্যস্থতায় ক্রেডিট সুইসকে অধিগ্রহণে সম্মত হলো ইউবিএস। 

এ বিষয়ে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালাইন বারসেট বলেছেন, ‘এ পরিস্থিতিতে ইউবিএসের ক্রেডিট সুইস অধিগ্রহণই হলো সবচেয়ে সর্বোত্তম সমাধান।’ 

সুইস প্রেসিডেন্ট জানান, সুইজারল্যান্ড সরকার, সুইস আর্থিক খাতের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এফআইএনএমএ এবং সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক এই ডিলকে সমর্থন দিতে সম্মত হওয়ার পরই কেবল এই অধিগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

সুইজাল্যান্ডের অর্থমন্ত্রী কারিন কেলার-শুটার বলেছেন, ইউবিএসকে কোনো ধরণের ক্ষতি থেকে রক্ষা করতে ৮০০ কোটি ডলারে একটি বীমা করা হয়েছে। তবে এই বীমা কেবল তখন কার্যকর হবে যখন শর্তে বর্ণিত কোনো কারণে ক্ষতিগ্রস্ত হবে ইউবিএস।  

এদিকে, যেসব বেসরকারি বিনিয়োগকারী ক্রেডিট সুইসে ১ হাজার ৬০০ কোটি ডলার তহবিল বিনিয়োগ করেছিলেন তাদের অর্থও ফেরত দেয়া হতে পারে। 

সর্বশেষ খবর