Homeশীর্ষ সংবাদনতুন বইয়ের ঘ্রাণ নিতে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ শিক্ষার্থী

নতুন বইয়ের ঘ্রাণ নিতে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়ার ৫ লাখ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ায় বই উৎসব রোববার (১ জানুয়ারি) শুরু হচ্ছে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার চার লাখ ৯২ হাজার ৮০১ শিক্ষার্থীর হাতে ওই বই তুলে দেয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

বেলা ১১টার দিকে সরকারি মডেল গার্লস উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে জেলার বই তুলে দেবেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। এ ছাড়া জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ক্লাসভিত্তিক বইগুলোর সেট আকারে বিতরণ করবেন।

এদিকে নতুন বই পাওয়ার আনন্দে মাতোয়ারা কোমলমতি শিক্ষার্থীরা।

সরকারি মডেল গার্লস উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তামিমা জান্নাত মোহনা জানায়, বছরের প্রথম দিন বই পাওয়া সত্যিই আনন্দের। বিনামূল্যে প্রতিবছরের মতো এবারো বছরের প্রথম দিন বই দেয়ার ব্যবস্থা গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ জানায় সে।

সরকারি মডেল গার্লস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আমিনুল ইসলাম ও সহকারী শিক্ষক মঞ্জুর মোরশেদ বলেন, বই উৎসবের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। রোববার শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বই তুলে দেয়া হবে। এ জন্য তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এদিকে উৎসবের প্রস্তুতি সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া গভ. মডেল গার্লস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার বলেন, ইতোমধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণির সব বই চলে এসেছে। প্রাথমিক পর্যায়ের সব বইও দ্রুত সময়ের মধ্যে চলে আসবে। রোববার বই উৎসবের জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে। সকাল ১০টার দিকে বিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রাথমিক পর্যায়ে চার লাখ ৯২ হাজার ৮০১ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হবে। একইভাবে প্রাক-প্রাথমিক পর্যায়ে ৭৭ হাজার ৬৫৬ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রাথমিক পর্যায়ে ২৪ লাখ ৩ হাজার ৫৭৪টি বইয়ের চাহিদা দেয়া হয়েছে। ইতিমধ্যেই অধিকাংশ বই চলে এসেছে।

অপরদিকে জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন বলেন, এ বছর জেলায় মাধ্যমিক পর্যায়ে এক লাখ ৯৭ হাজার ৬৫২ শিক্ষার্থীর মধ্যে নতুন বই তুলে দেয়া হবে। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে ৮১ হাজার ২২৮ ছেলে শিক্ষার্থী এবং এক লাখ ১৬ হাজার ৪২৪জন মেয়ে শিক্ষার্থীর হাতে এই বই তুলে দেয়া হবে। এখন পর্যন্ত ৭০ ভাগ বই চলে এসেছে বলে জানান জেলা শিক্ষা অফিসার।

সর্বশেষ খবর