Homeআন্তর্জাতিকনাইজেরিয়ায় নৌ দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি

নাইজেরিয়ায় নৌ দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় একটি নদীতে বুধবার (০৪ জানুয়ারি) এক নৌকা ডুবে ১০ জনের মৃত্যু হয়েছে। শতাধিক নারী ও শিশুকে বহন করা নৌকাটির এক পাশ ভেঙে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, একটি খামার থেকে কাজ করে ফিরে আসা যাত্রীদের বহন করা নৌকাটি কোকো-বেসি জেলার সোমেনাজি গ্রাম অভিমুখে যাওয়ার সময় নাইজার নদীতে দ্বিখণ্ডিত হয়ে ডুবে যায়। এ সময় এ প্রাণহানির ঘটনা ঘটে। জেলার রাজনৈতিক প্রশাসক ইয়াহায়া বেলো কোকো জানান, নৌকাটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী বহন করা হচ্ছিল।

কোকো আরও জানান, আমরা স্থানীয় ডুবুরিদের সহায়তায় ১০ জনের লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় এখনো আরও ১০ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অনুসন্ধান তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি বলেন, এই নৌকাডুবির ঘটনায় ৮০ জনেরও বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার ব্যাপারে মন্তব্য করার জন্য তাৎক্ষণিকভাবে ফেডারেল কর্মকর্তাদের পাওয়া যায়নি। অতিরিক্ত যাত্রী বহন ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে নাইজেরিয়ার জলপথে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে থাকে।

সর্বশেষ খবর