Homeখেলানিষেধাজ্ঞায় লেওয়ান্ডোভস্কি, বার্সার আবেদন প্রত্যাখ্যান

নিষেধাজ্ঞায় লেওয়ান্ডোভস্কি, বার্সার আবেদন প্রত্যাখ্যান

বার্সেলোনা ফরোয়ার্ড রবার্ট লেওয়ান্ডোভস্কির ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস। তার ওপর লা লিগার দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসের কাছে আবেদন করেছিল বার্সেলোনা। এবার কাতালানদের করা সেই আবেদন প্রত্যাখ্যান করেছে সংস্থাটি।

বিশ্বকাপের আগে ওসাসুনার বিপক্ষে ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে করা আচরণের জন্য তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন রবার্ট লেভানদোভস্কি। ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ার সময় রেফারির সঙ্গে বাজে আচরণ করেন এই পোলিশ স্টাইকার। 

নিজের নাক স্পর্শ করে রেফারির দিকে অশ্লীল কিছু ইঙ্গিত করেন তিনি। যা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে খুব বাজে আচরণ হিসেবেই গণ্য হয়। যদিও লেভানদোভস্কি অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি জানান, রেফারিকে উদ্দেশ্য করে তিনি কোনো ইঙ্গিত করেননি, বরং কোচ জাভিকে কিছু বলছিলেন তিনি।

কিন্তু তার এ দাবি ধোপে টেকেনি। তারই জের ধরে তাকে তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেয় লা লিগা কমিটি। এর ফলে এস্পানিওল, অ্যাতলেটিকো মাদ্রিদ ও গেটাফের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না লা লিগার এই আসরের টপস্কোরার।

তাইতো লিগের শীর্ষস্থান ধরে রাখতে কাতালান কোচ জাভিকে খুঁজতে হবে অন্য কোনো সমাধান। সেই তালিকায় রয়েছে আনসু ফাতি ও ফারান টোরেসের নাম।

বার্সেলোনার হয়ে এরই মধ্যে ১৪ ম্যাচে খেলে ১৩ গোল করেছেন লেভানদোভস্কি। এর আগে বায়ার্ন মিউনিখে বর্ণাঢ্য এক ফুটবল ক্যারিয়ার কাটিয়েছেন পোলিশ তারকা।

সর্বশেষ খবর