Homeআন্তর্জাতিকপদত্যাগ করলেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট

পদত্যাগ করলেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট

জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট পদত্যাগ করেছেন। সম্প্রতি বেশ কিছু কাজের জন্য সমালোচিত হওয়ায় পরিপ্রেক্ষিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। খবর দ্য গার্ডিয়ানের।

সোমবার (১৬ জানুয়ারি) ওলাফ শলজের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) সদস্য লামব্রেশট এক বিবৃতিতে বলেছেন, ‘আজ আমি চ্যান্সেলরকে ফেডারেল প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয় থেকে আমাকে অব্যাহতি দেয়ার জন্য বলেছি।’

রুশ বাহিনীকে প্রতিহত করার জন্য ইউক্রেনে আরও সামরিক সহায়তা বৃদ্ধির অনুমোদনের জন্য আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শলজ।

এর আগে জার্মান নিউজ চ্যানেল এনটিভি জানিয়েছিল, ৫৭ বছর বয়সী লামব্রেশটের স্থলাভিষিক্তের জন্য এসপিডিতে লোক খোঁজা হচ্ছে। খুব শিগগির নতুন মন্ত্রী নিয়োগ দেয়া হবে।

লামব্রেশট তার সাম্প্রতিক সময়ে কিছু কাজের জন্য কঠোরভাবে সমালোচিত হয়েছেন। এ পরিপ্রেক্ষিতে সম্প্রতি এক জরিপে ৭৭ শতাংশ জার্মান তার পদত্যাগের পক্ষে মত দিয়েছেন। কেবল ১৩ শতাংশ তাকে তার পদে বহাল রাখার পক্ষে মত দিয়েছেন।

সর্বশেষ খবর