Homeশিক্ষাপাঠ্যপুস্তকে ভুল নির্ণয়ে দুটি কমিটি হচ্ছে: শিক্ষামন্ত্রী

পাঠ্যপুস্তকে ভুল নির্ণয়ে দুটি কমিটি হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, পাঠ্যপুস্তকে ভুল নির্ণয় ও সংশোধন করতে দুটি কমিটি গঠন করছে সরকার।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক প্রেস কনফারেন্সে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, পাঠ্যপুস্তকে ভুল নির্ণয় ও সংশোধন করতে দুটি কমিটি গঠন করছে সরকার।

পাঠ্যপুস্তকে ভুল হলে সংশোধন হবে জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, ইচ্ছাকৃত ভুল হলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ভুল নির্ণয় ও সংশোধন করতে দুটি কমিটি কাজ করবে, একটি বিশেষজ্ঞ কমিটির ভুল ও অসংগতি নির্ণয় করবে। অন্য কমিটি ভুল ইচ্ছাকৃত কি না, তা তদন্ত করবে। ইচ্ছাকৃত ভুল হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ ইস্যুকে কেন্দ্র করে কেউ যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে তার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

দীপু মনি জানান, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এখনও বই যায়নি, স্বল্পসময়ে ওই সব জায়গায় পাঠ্যপুস্তক পৌঁছে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো ধর্মবিদ্বেষী কোনো পদক্ষেপ নেয় না। আর তাই ধর্ম অবমাননাকর কোনো প্রসঙ্গ পাঠ্যপুস্তককে থাকবে না।

প্রসঙ্গত বছরের প্রথম দিন কোটি কোটি শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বিশ্বে নতুন উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশ। তবে প্রতিবারের মতো এবারও বইয়ে ভুলের ছড়াছড়ি সৃষ্টি করেছে সমালোচনা ও বিতর্কের। তবে সব পাঠ্যপুস্তকে ভুল পুনঃবিচার বিশ্লেষণ করে দেখতে দুটি বিশেষ কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। বইয়ে ইচ্ছাকৃত কোনো ভুলত্রুটি, গাফিলতি পরিলক্ষিত হলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়। কমিটির সদস্যদের নাম আগামী রোববার জানানো হবে।

সর্বশেষ খবর