Homeখেলাপাভারের গোলে আইরিশদের হারাল ফ্রান্স

পাভারের গোলে আইরিশদের হারাল ফ্রান্স

ইউরো বাছাইপর্বের প্রথম ম্যাচে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেয়েছিল ফ্রান্স। এমন এক জয়ের পর মনে হয়েছিল আয়ারল্যান্ডের বিপক্ষেও অনায়াস জয় পাবে ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। তবে তা হতে দেয়নি আইরিশরা।

সোমবার (২৭ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে ফ্রান্স। কিন্তু ফরাসিদের কঠিন পরীক্ষা নিয়েছে র‍্যাঙ্কিংয়ের ৪৮তম স্থানে থাকা দলটি।

প্রথম হাফে তেমন উল্লেখযোগ্য আক্রমণ করতে পারেনি কোনো দলই। তবে ম্যাচের নয় মিনিটে গোল করার এক সুবর্ণ সুযোগ পেয়েছিল ফ্রান্স। ফরাসি স্ট্রাইকার কোলো মুয়ানি ডি-বক্সে ঢুকে এমবাপ্পেকে পাস দেন। তবে ফরাসি অধিনায়ক শট নেয়ার আগেই তা ক্লিয়ার করে আইরিশ ডিফেন্ডার।

দ্বিতীয় হাফের শুরুতেই গোল পেয়ে যায় ফ্রান্স। ম্যাচের ৫০ মিনিটে আয়ারল্যান্ডের খেলোয়াড়ের ভুল পাসে বল পেয়ে জোরালো শটে ডি-বক্সের বাইরে থেকে গোল করেন ফ্রান্সের ডিফেন্ডার বেঞ্জামিন পাভার, যা জাতীয় দলের হয়ে তার তৃতীয় গোল।

ম্যাচের ৬৯ মিনিটে আবারও ভয়ংকর হয়ে উঠেছিল ফ্রান্সের আক্রমণ। ছোট ছোট পাসে ডি-বক্সে ঢুকে যায় ফরাসি অ্যাটাকাররা। ডি-বক্সে ঢুকে দারুণ এক শট নেন দিয়াবি। তবে তার শট দুর্দান্তভাবে আটকে দেন আইরিশ গোলরক্ষক বাজুনু।

ম্যাচে ফেরার দারুণ সুযোগ পেয়েছিল আয়ারল্যান্ড। ম্যাচের ৮৯ ও ৯০ মিনিটে দুটি কর্নার পায় আয়ারল্যান্ড। দুটি কর্নার থেকেই হেড করে গোল করার সুযোগ পেয়েছিল আইরিশ ডিফেন্ডাররা। তবে ফ্রান্সের গোলরক্ষক মাইক মেইগানের অসাধারণ দুই সেভে বেঁচে যায় তারা।

এদিকে ইউরো বাছাইয়ের ‘জি’ গ্রুপের আরেক ম্যাচে জিব্রাল্টারকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে জোড়া গোল করেন নেথান আকে। আর বাকি গোলটি করেন মেমফিস ডিপাই।

সর্বশেষ খবর