Homeবিনোদনবাংলাদেশে ‘পাঠান’ মুক্তিতে আর কোনো বাধা নেই

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তিতে আর কোনো বাধা নেই

বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ হল মালিক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়া আলাউদ্দিন। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সময় সংবাদকে এ কথা জানান তিনি।

মিয়া আলাউদ্দিন বলেন, ‘তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে আজ (রোববার) আমাদের মিটিং হয়েছে। চলচ্চিত্রের ১৯ সংগঠনের দাবি মন্ত্রী মেনে নিয়েছেন। দাবি অনুযায়ী এ বছর ১০টি এবং আগামী বছর আটটি হিন্দি সিনেমা আমদানিতে আর বাধা নেই।’

‘পাঠান’ বিষয়ে এক প্রশ্নে মিয়া আলাউদ্দিন বলেন, “হিন্দি সিনেমা আমদানিতে নীতিমালাগত একটা জটিলতা ছিল। সেটা আজ (রোববার) থেকে নেই। ‘পাঠান’ প্রক্রিয়া মেনেই মুক্তি পাবে।”

২৪ তারিখ ‘পাঠান’ মুক্তি পাচ্ছে কি না–জানতে চাইলে হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন সময় সংবাদকে বলেন, ‘দিন-তারিখ এখনই বলতে পারছি না। তবে সুখবর আসছে।’

তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ‘পাঠান’ সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্মকর্তা অনন্য মামুন। তার ভাষ্য: ‘এ ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। ১৯ সংগঠনের নেতারা ভালো জানবেন।’

সর্বশেষ খবর