Homeখেলাবার্সাকে সতর্ক করলেন সেফেরিন

বার্সাকে সতর্ক করলেন সেফেরিন

রেফারিকে অর্থ প্রদানের মাধ্যমে অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস। সে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংস্থাটির কাছ থেকে বড় ধরনের শাস্তি পেতে পারে কাতালান ক্লাবটি। এটি নিয়ে বার্সাকে হুঁশিয়ার করেছে উয়েফা সভাপতি অ্যালেক্সান্ডার সেফেরিন।

আগামী বুধবার (৫ এপ্রিল) লিসবনে অনুষ্ঠিত হবে উয়েফার নির্বাহী কমিটির সভা। অ্যালেক্সান্ডার সেফেরিনকে পুনরায় উয়েফা সভাপতির দ্বায়িত্ব দিতেই এ সভার আয়োজন। সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিয়ে ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত সংস্থাটির প্রধান হিসেবে থাকবেন সেফেরিনই। সেখানে বার্সেলোনার এই অভিযোগের বিষয়েও আলাপ করার কথা রয়েছে তার। এর আগেই অবশ্য স্লোভেনিয়ান সংবাদপত্র ‘একিপা’য় দেয়া সাক্ষাৎকারে বার্সার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সেফেরিন। সে সাক্ষাৎকারে সেফেরিন বলেন, ‘পরিস্থিতি খুবই বিপজ্জনক।’

সেফেরিন আরও বলেন, ‘এই বিষয়ে সরাসরি মন্তব্য করার সময় হয়নি। ডিসিপ্লিনারি কমিটির তদন্ত শেষ হলে পুরো বিষয়টি পরিষ্কার হবে। তবে এখন পর্যন্ত যতটুকু তথ্য রয়েছে তাতে পরিস্থিতি বার্সার পক্ষে নেই।’

এ ছাড়া বিতর্কিত সুপার লিগ নিয়েও কথা বলেছেন উয়েফা সভাপতি। এই বিষয়ে সেফেরিন বলেন, ‘তারা এখনো সুপার লিগ নিয়ে কিছু করার চেষ্টা করছে। আমি আশা করব, তেমনটা হলে উয়েফার সঙ্গে আলোচনা করে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই বিষয়ে নতুন করে আলোচনার কোনো জায়গা নেই।’

বার্সেলোনার বিরুদ্ধে  ২০০১ থেকে ২০১৮ পর্যন্ত স্প্যানিশ ফুটবল রেফারিং কমিটির সাবেক সহসভাপতি হোসে মারিয়া এনরিক নেগ্রেইরার প্রতিষ্ঠানকে ৭৩ লাখ ইউরো প্রদানের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে বার্সার বিরুদ্ধে খেলাধুলায় দুর্নীতি ও ব্যবসায়িক কাগজপত্র জালিয়াতি নিয়ে তদন্ত করছে স্পেনের আইনজীবীরা। তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করছে বার্সেলোনা।

সর্বশেষ খবর