Homeরাজনীতিবিএনপির ২৭ দফা কেন, জানালেন খসরু

বিএনপির ২৭ দফা কেন, জানালেন খসরু

বিএনপির ২৭ দফা বাস্তবায়ন না হলে রাষ্ট্র চালানো সম্ভব নয় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, গভীর গর্ত থেকে দেশকে পুনরুদ্ধারের জন্য বিএনপির ২৭ দফা। এ ২৭ দফা আলাদা কিছু নয়। এটি বিএনপির আন্দোলনের অংশ। বিএনপি কী করতে চায় এতে তার নির্দেশনা আছে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আওয়ামী লীগের স্মার্টনেস মানে পেশাদার লুটপাট করতে পারা। দেশের স্বাস্থ্যখাতের খরচ আফগানিস্তানের চেয়ে কম। অথচ, বাংলাদেশ সরকারের প্রাধান্য হচ্ছে মেগা প্রজেক্ট। কারণ সেখানে তারা চুরি করতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশি দূতাবাস ব্যবহার করে সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে। কিন্তু দেশে যা চলছে তাতে নিষেধাজ্ঞা আসা স্বাভাবিক।

সর্বশেষ খবর