Homeখেলা‘বিস্ময়বালক’ এন্দরিকের রিয়াল মাদ্রিদ বেছে নেয়ার নেপথ্য

‘বিস্ময়বালক’ এন্দরিকের রিয়াল মাদ্রিদ বেছে নেয়ার নেপথ্য

এন্দরিক ফিলিপেকে বলা হচ্ছে বর্তমান সময়ের ফুটবলের বিস্ময়বালক। গত অক্টোবরে পালমেইরাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে গোল করেছিল সে। তাতে ভেঙে যায় ক্লাবটির ১০৬ বছর আগের রেকর্ড। সেই বিস্ময়বালক এ মাসের মাঝামাঝি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। কেন রিয়াল মাদ্রিদকেই বেছে নিলো সে?

সময়ে সময়ে রিয়াল মাদ্রিদে খেলে গেছেন ব্রাজিলের রথী-মহারথীরা। রবার্তো কার্লোস, কাফু, রোনালদো, কাকারা এই ক্লাবের জার্সি গায়ে জড়িয়েছিলেন। এখন রিয়াল মাদ্রিদে আছেন এডার মিলিটাও, ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো। মূলত এ কারণেই রিয়াল মাদ্রিদকে বেছে নিয়েছে এন্দরিক। এ সম্পর্কে মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে সে জানায়, রিয়াল মাদ্রিদ অনেক বড় দল। ভিনিসিয়াস তাকে মেসেজ দিয়েছে, আশাও।

ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে খেলেছেন। পর্তুগালের এই ফুটবলারকে নিজের আইডল মানে এন্দরিক। রিয়াল মাদ্রিদকে গন্তব্য হিসেবে বেছে নেয়ার পেছনে এটাও একটা কারণ। এন্দরিক জানায়, রিয়ালে ক্রিস্টিয়ানোও খেলেছে। সে তার আইডল। এসব কারণেই সে রিয়াল মাদ্রিদকে বেছে নিয়েছে এবং এটাই তার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

জুনিয়র লেভেলে এন্দরিক ১৬৯ ম্যাচে ১৬৫ গোল করেছে। তাকে ভাবা হচ্ছে পরবর্তী আরলিং হল্যান্ড। অবশ্য এখনই ব্রাজিলের বাইরে তথা রিয়াল মাদ্রিদে খেলতে স্পেনে যেতে পারছে না সে। বয়স ১৮ পূর্ণ হলেই অনুমতি মিলবে অন্য দেশের ক্লাবে খেলার। বর্তমানে তার বয়স ১৬।

সর্বশেষ খবর