Homeআন্তর্জাতিকভারত জোড়ো যাত্রা ভালোবাসার দোকান, শত্রুতার বাজার নয়: রাহুল গান্ধী

ভারত জোড়ো যাত্রা ভালোবাসার দোকান, শত্রুতার বাজার নয়: রাহুল গান্ধী

রাহুল গান্ধী মন্তব্য করেছেন, ভারত জোড়ো যাত্রা শুরু করা হয়েছে দেশজুড়ে ভালোবাসার দোকান ‍খোলার জন্য, শত্রুতার বাজার বসানোর জন্য নয়। শনিবার কংগ্রেসের সাবেক সভাপতি এবং ভারত জোড়ো যাত্রার উদ্যোক্তা দিল্লিতে দলীয় নেতাকর্মীদের সামনে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, শনিবার (২৪ ডিসেম্বর) সকালে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা মিছিল হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ থেকে দিল্লিতে প্রবেশ করে। যদিও ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মণ্ডবিয়া করোনা সংক্রমণ বাড়তে পারে এমন আশঙ্কায় এই কর্মসূচি স্থগিত করার আহ্বান জানিয়েছিলেন।

ফরিদাবাদ থেকে ভারত জোড়ো যাত্রা মিছিল দিল্লিতে প্রবেশের সময় দিল্লি কংগ্রেসের প্রধান অনিল চৌধুরী এবং অন্যান্য নেতাকর্মীরা রাহুল গান্ধীকে স্বাগত জানান। এ সময় রাহুলের সঙ্গে ছিলেন হরিয়ানা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হূদা, কংগ্রেস নেতা কুমারি সেলজা এবং রণদ্বীপ সুরজেওয়ালা।

দিল্লিতে রাহুলকে স্বাগত জানানোর সময় দিল্লি-হরিয়ানার সীমান্তে অবস্থিত বদরপুরে এক পথসভার আয়োজন করা হয়। সেখানেই রাহুল মন্তব্য করেন, ‘ভারত জোড়ো যাত্রার মূল লক্ষ্য হলো ভালোবাসার দোকান খোলা, শত্রুতার বাজার বসানো নয়।’ 
রাহুল বলেন, ‘দেশের সাধারণ মানুষও এখন ভালোবাসার বিষয়ে কথা বলছে। প্রতিটি রাজ্য লাখো মানুষ আমাদের এই যাত্রায় অংশ নিয়েছে। আমি বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) লোকজনকে বলেছি, আমরা আপনাদের শত্রুতার বাজারে ভালোবাসার দোকান খুলতে এসেছি।’ 

কংগ্রেসের সাবেক এই সভাপতি ক্ষমতাসীন বিজেপি এবং আরএসএসকে উদ্দেশ করে আরও বলেন, ‘তারা ছড়ায় হিংসা-ঘৃণা, আর আমরা ছড়াই ভালোবাসা।’

এর আগে, ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মণ্ডবিয়া ভারত জোড়ো যাত্রা বন্ধ করতে রাহুল গান্ধীকে অনুরোধ করে একটি চিঠি লেখেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে গুজরাটে বিজেপির নির্বাচনী প্রচারে নরন্দ্রে মোদির অংশগ্রহণের বিষয়টি সামনে এনে রাহুল গান্ধী বলেন, ‘বিজেপি নেতারা বিভিন্ন রাজ্যে মিছিল করে বেড়াচ্ছেন আর স্বাস্থ্যমন্ত্রী মিছিল বন্ধ করতে চিঠি দিচ্ছেন আমাকে।’

সর্বশেষ খবর