Homeজেলাভূরুঙ্গামারীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আজিজুল হক, নিজস্ব প্রতিবেদক।।

সকাল ১১:০০ ঘটিকায় ভূরুঙ্গামারী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ ও বলদিয়া ডিগ্রি কলেজ কেন্দ্র-২  এ বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায়  ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মোট ৩৫৪ জন  ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। ভূরুঙ্গামারী-১ কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সিপিসি কিন্ডার গার্টেন এর পরিচকল জনাব এমদাদুল হক মন্টু এবং ভূরুঙ্গামারী-২ কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সাধু মোড় চিলড্রেন কেয়ার এর অধ্যক্ষ জনাব সোহেল রানা টুটুল।

বেলা ১১:০০-১২:০০ পর্যন্ত ১ ঘন্টা  বাংলা পরীক্ষা এবং ১২:১৫-১:১৫ পরবর্তি ১ ঘন্টা ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে অাসেন নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এর জেলা শাখার সভাপতি জনাব মজিবর বীরবল, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি জনাব অাব্দুল লতিফ ।  কেন্দ্র পরিদর্শণ শেষে উভয় পরিদর্শকই পরীক্ষা কেন্দ্রের সুষ্ঠু পরিবেশের প্রশংসা করেন।

সর্বশেষ খবর