Homeজেলামহাদেবপুরে অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহের উদ্বোধন

মহাদেবপুরে অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহের উদ্বোধন

আমিনুর রহমান খোকন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের খাদ্যগুদামে আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে চাল ক্রয়ের উদ্বোধন করেন। পরে দোওয়া পরিচালনা করা হয়।

এসময় উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান, সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমরেজ আলী, সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম, খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ প্রমুখ তার সঙ্গে ছিলেন। উদ্বোধনী দিনে মেসার্স ওসমান এগ্রো প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ১২৬ টন ধান কেনা হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, এবার এই উপজেলার সদর, মহিষবাথান ও রাইগাঁ খাদ্যগুদামে মোট ১ হাজার ৬৮৬ মেট্রিক টন ধান ও ৯ হাজার ৪৯৮ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত কেনা অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর