Homeখেলামেসিকে পেলের বার্তা

মেসিকে পেলের বার্তা

মেসির অপূর্ণতা অবশেষে পূরণ হলো। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে লিওনেল মেসি অবশেষে বিশ্বজয়ের স্বাদ পেলেন। এরপরই প্রশংসায় ভাসছেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। এদিকে তার প্রশংসা করতে ভোলেননি ব্রাজিলের কিংবদন্তি পেলে।

ব্রাজিলিয়ানরা আর্জেন্টিনাকে পছন্দ না করলেও মেসিকে পছন্দ ও সম্মান করেন। ফাইনালের আগেও দেখা গেছে অনেকেই বলেছেন মেসির এবার বিশ্বকাপটা জেতা উচিত। তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। ৩৬ বছর পর শিরোপার ছোঁয়া পেয়েছে আর্জেন্টিনা। আর মেসির শেষ বিশ্বকাপ হওয়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দের হার আরও বেড়ে গেছে।

এদিকে নেইমার-সুয়ারেজ-পেদ্রিরা মেসিকে অভিনন্দন জানিয়েছেন। কিছুটা দেরি করে হলেও বিশ্বকাপ জয়ের কারণে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলের ‘কালো মানিক’ পেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে পেলে লিখেছেন, ‘আজ ফুটবল তার গল্প বলাটা চালিয়ে যাবে, সবসময়ের মতো রোমাঞ্চকরভাবে। মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে এবার। তার ক্যারিয়ার যেভাবে এগোচ্ছিল, তাতে এটার যোগ্যই ছিল সে।’

তবে পেলে কেবল মেসির প্রশংসা করেই ক্ষান্ত হননি। কিলিয়ান এমবাপেরও প্রশংসা করেছেন আকুণ্ঠ। এমবাপ্পেকে নিয়ে পেলে লিখেছেন, ‘আমার বন্ধু এমবাপ্পে, তুমি ফাইনালে ৪ গোল করেছ। আমাদের খেলাটায় এমন কিছু অসাধারণ।’

বিশ্বকাপ জয়ের পাশাপাশি মেসি গোল্ডেন বলও জিতেছেন। কাতার বিশ্বকাপে মেসি ৭ গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্টও করেছেন।

সর্বশেষ খবর