Homeশীর্ষ সংবাদরাজবাড়ীতে ঘরে পেলেন গৃহহীন সেনা মুক্তিযোদ্ধারা

রাজবাড়ীতে ঘরে পেলেন গৃহহীন সেনা মুক্তিযোদ্ধারা

রাজবাড়ীতে গৃহহীন চার সেনা মুক্তিযোদ্ধাকে ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. হারেজ আলীর হাতে টিনশেড পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়।

যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মুহাম্মদ মাহবুবুর রশীদ ওই চাবি হস্তান্তর করেন।

পরে সদর উপজেলার চাঁদপুর গ্রামের মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্পোরাল করিমুল হক, পাংশা উপজেলার যশাই গ্রামের মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. আবু জাফর ও বালিয়াকান্দি উপজেলার তুলসী গ্রামের মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল মো. ইয়াছিন শেখকে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ২১ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোজাম্মেল হোসেন, মেজর রুশাদসহ অপর সেনা কর্মকর্তারা।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের উদ্যোগে বাংলাদেশ গেজেট তালিকাভুক্ত প্রকৃত গৃহহীন সেনা মুক্তিযোদ্ধাদের জন্য সেনাবাহিনী কল্যাণ তহবিলের আর্থিক অনুদানের মাধ্যমে এসব ঘর নির্মাণ করা হয়।

সর্বশেষ খবর