Homeজেলারৌমারী উপজেলা বণিক সমিতির ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারী উপজেলা বণিক সমিতির ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শাহ মোঃ আব্দুল মোমেন ,রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি।।

“সাফল্যের গৌরবদীপ্ত পথচলার” রৌমারী উপজেলা বণিক সমিতির ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ১লা জানুয়ারি ২০২৩ পালিত হয়েছে।

উক্ত র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন  রৌমারী উপজেলা বণিক সমিতির সভাপতি প্রদীপ কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী ওজেলা পরিষদ সদস্য হারুনর রশিদ হারুন, বণিক সমিতির সহসভাপতি আলহাজ্ব আবু তোহা,সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক ফুলু,যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ কদম আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম সেলিম,বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাসেমসহ অনান্য ব্যাক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, রৌমারী বাজারকে ব্যবসা এবং ব্যবসায়ী বান্ধব করতে বণিক সমিতিকে শক্তিশালী করতে হবে, শুক্রবার নামাজের পরে দোকান খুলতে হবে, নতুন করে সমিতির কমিটি গঠন করা হবে, সব ব্যবসায়ীকে বণিক সমিতির আওতায় আসতে হবে, ফুটপাতের দোকানের জন্য রাস্তা থাকে না তার সমাধান, সমিতির মিটিংয়ে সবাইকে অংশগ্রহণ করতে হবে। উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রদীপ কুমার সাহা,সভাটি সঞ্চালনা করেন বণিক সমিতির কার্যকরী কমিটির সদস্য  শাহ মোঃ আব্দুল মোমেন। উল্লেখ্যযে, বিশেষ পেক্ষাপটে ২০০৫ সালে ১ জানুয়ারি রৌমারী উপজেলা বণিক সমিতি গঠন করা হয়।সাফল্যের সঙ্গে ১৭ বছর অতিক্ৰম করে ১৮ বছরে পদার্পন করলো বণিক সমিতি। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত  ও দোয়া অনুষ্ঠিত ।মোনাজাত পরিচালনা করেন হাফেজ খন্দকার  আরিফ।

সর্বশেষ খবর